গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার করমদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
অভিযোগসূত্রে জানা গেছে, করমদী মাধ্যমিক বিদ্যালয়ে পার্শ্ববর্তী বিদ্যালয়গুলোর চেয়ে লেখাপড়ায় পিছিয়ে। বেশ কিছুদিন আগে থেকে ছাত্রছাত্রী ও অভিভাবকরা শিক্ষকদের ওপর চাপ দিয়ে আসছেন ঠিকমতো পাঠদান করাতে। কিন্তু তা তাচ্ছিল্যের ছলে উড়িয়ে দিয়ে আসছেন শিক্ষকরা। শ্রেণিকক্ষে পাঠদানের চাইতে প্রাইভেট পড়াতে ব্যস্ত থাকেন শিক্ষকরা। গত সোমবার সকালে করমদী গ্রামের কয়েকজন অভিভাবক বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সামনে অভিযোগগুলো উত্থাপন করেন। এতে শিক্ষক বখতিয়ার হোসেন ও শামীমা খাতুনসহ কয়েকজন শিক্ষক অভিভাবক আব্দুল কাদের, সাসমুজ্জোহাকে অপমাণিত করেন। এ ঘটনা জানাজানি হলে অভিভাবক ও ছাত্রছাত্রীদের মাঝে ক্ষোভ দানা বেধে ওঠে। গতকাল সকালে এলাকার কিছু অভিভাবক বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের অশোভন আচরণ ও শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান হয়না মর্মে আবারো অভিযোগ উত্থাপন করেন। কিন্তু শিক্ষরা অভিযোগের বিষয়ে পাত্তা না দিয়ে অভিভাবকদের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বিক্ষুদ্ধ অভিভাবকরা বিদ্যালয়ের সকল কক্ষ ও অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন। তবে বিষয়টি অস্বীকার করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস সাত্তার।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম দৈনিক মাথাভাঙ্গাকে জানান, প্রাথমিক শিক্ষা অফিসারকে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিরসনের মাধ্যমে পাঠদান চালু করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।