জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি বাজারে নারীঘটিত কারণে গতরাতে ৬ বখাটে বিক্ষুব্ধ জনতার হাতে পিটুনির শিকার হয়েছে। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন সাংবাদিক জামজামির ভোদুয়া গ্রামের জাহাঙ্গীর (৩৫)। লোকলজ্জার ভয়ে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে কেউ কেউ জানিয়েছে। রাতে এ ঘটনায় দুটি পক্ষের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্থানীয় ক্যাম্প পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হলেও পক্ষবিশেষ মুখ রক্ষায় এ ঘটনা রাজনৈতিক বিরোধ দাবি করে পানি ঘোলা করার পাঁয়তারা করছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি তুলেছে।
জানা গেছে, আলমডাঙ্গার জামজামি বাজারের অদূরে একটি কোচিং সেন্টারে পড়ুয়া ছাত্রীকে প্রায়ই কুষ্টিয়া ইবির নৃসিংহপুর গ্রামের বখাটে সজলের (১৭) নেতৃত্বে জামজামির ভোদুয়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে সাংবাদিক নামধারী জাহাঙ্গীর ও নৃসিংহপুর গ্রামের সুরুজ, জামজামির রাশেদসহ ৬ বখাটে উত্ত্যক্ত করে। এ ঘটনায় ছাত্রী অভিভাবক ও কোচিঙের শিক্ষকদের কাছে অভিযোগ করে। শিক্ষক ও অভিভাবক এ ঘটনায় বখাটেদের ডেকে নিষেধ শেষে শাসিয়ে দেয়। বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিক গণপিটুনি দিয়ে ৬ বখাটেকে ছেড়ে দেয়।