স্টাফ রিপোর্টার: দু চাকার গাড়ি নির্মাতা হিসেবে পরিচিত প্রতিষ্ঠান হিরো মোটোকরপোরেশনলিমিটেড (এইচএমসিএল) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। গতকালসোমবার এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে হিরোর সহযোগীপ্রতিষ্ঠান হিসেবে কাজ করবে নিটল-নিলয় গ্রুপ।হিরো মোটোকরপোরেশনেরব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী পবন মুনজাল জানিয়েছেন, এ দেশেমোটরসাইকেল তৈরির কারখানাটির জন্য আগামী পাঁচ বছরে বিনিয়োগ হবে চার কোটিডলার। এর ৫৫ শতাংশ দেবে হিরো। বাকি ৪৫ শতাংশ দেবে নিটল-নিলয় গ্রুপ।প্রতিষ্ঠানের মালিকানাও সেই অনুপাতে। তবে প্রাথমিকভাবে এখন বিনিয়োগ করা হবেএক কোটি ২৬ লাখ ডলার।হিরোর এ কর্মকর্তা আরও জানান, আগামী ২০১৪-১৫অর্থবছরের প্রথমার্ধ থেকেই শুরু হবে কারখানা তৈরির কাজ। কারখানাটি হবেযশোরে। সেখানে বছরে তৈরি হবে দেড় লাখ মোটরসাইকেল।