ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ শহরের খাজুরা গ্রামে গতকাল বুধবার সন্ধ্যায় পানিতে ডুবে মীম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মীম খাজুরা গ্রামের সাইদের ময়ে। এলাকাবাসীসূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে শিশু মীম বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিলো। এ সময় খেলা করতে করতে পা পিছলে পুকুরের মধ্যে পড়ে যায়। পরে বাড়ির লোকজন মৃত অবস্থায় পুকুর থেকে শিশু মীমকে উদ্ধার করে।