মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল সংস্থার পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ৩টি রিকশা প্রদান করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল আমিন উপস্থিত থেকে রিকশা ৩টি প্রদান করেন। চুয়াডাঙ্গা শান্তিপাড়ার মৃত আব্দুল সোবানের ছেলে মো. আব্দুর রশিদ, সুমিরদিয়া কলোনীপাড়ার আজগর আলীর ছেলে মো. আশরাফ ও ইসলামপাড়ার মৃত ইসাহাক মণ্ডলের ছেলে আব্দুল আলিমকে অনুদান হিসেবে রিকশা ৩টি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. কোহিনুর বেগম, মো. আলী মাসুদ জোয়ার্দ্দার ও মো. আব্দুস সামাদ। এ সমিতি চুয়াডাঙ্গায় গরিব ও দুস্থদের মাঝে এ পর্যন্ত ১৬টি রিকশা প্রদান করলো।
এছাড়াও উল্লেখিত সংস্থার পক্ষ থেকে ইসলামপাড়ার উম্বাদ আলী, বাগানপাড়ার জাহাঙ্গীর আলী, মুক্তিপাড়ার আবু সাঈদ, জোয়ার্দ্দারপাড়ার রাহাতন নেছা ও ইসলামপাড়ার বাবু রতন কুমার দাসসহ প্রত্যেকের মাঝে একটি করে টিউবওয়েল বিতরণ করেছে। -বিজ্ঞপ্তি।