অভিযুক্ত দু যুবককে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা
স্টাফ রিপোর্টার: গোরস্তানে বসে গাঁজা সেবন ও মলত্যাগের প্রতিবাদ করাই চুয়াডাঙ্গা জ্বিনতলাপড়ার মিরাজুলকে শাবল দিয়ে মেরে ও ব্লেড দিয়ে পোঁচ মেরে রক্তাক্ত জখম করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে মিরাজুল ইসলাম চুয়াডাঙ্গা পুরাতনপাড়া কবরস্থানে তার মায়ের কবর জিয়ারত করতে গেলে দুজনকে আপত্তিকর কাজ করতে দেখে স্থানীয়দের ডেকে দেখালে দু যুবক ক্ষুব্ধ হয়ে মিরাজুলকে শাবল দিয়ে আঘাত করে। ব্লেড দিয়ে মুখে পোঁচ মারে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত দু যুবককে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
মিরাজুল ইসলাম বাদী হয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের জ্বিনতলাপাড়ার বাক্কার ছেলে রতন ও বাগানপাড়ার আসলাম উদ্দীনের ছেলে ইথারের বিরুদ্ধে থানায় অভিযোগ পেশ করেছেন। গতরাতে শেষখবর পাওয়া পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে এলাকার কিছু মুসল্লি জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা শহরের পুরাতনপাড়া পুরাতন কবরস্থানটিতে এলাকার কিছু বখাটে ছেলেদের আস্তানা। মাঝে মাঝেই ওদেরকে কবরস্থানের মধ্যে বসে নেশা ভান করতে দেখা যায়। প্রকৃতির ডাকে শাড়াও দেয়। নেশাখোরদের চোখ রাঙানিতে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। গতকাল রোববার মিরাজুল তার মায়ের কবর জিয়ারত করতে গেলে তিনি সরাসরি নেশাখোর দু যুবকে কিছু না বলে স্থানীয়দের ডেকে দেখান। দু জনের একজন গাঁজা সেবন করছিলো। অপরজন তখন প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিলো। দৃশ্য দেখে স্থানীয়রা ছি! ছি! করতে থাকে। এ সময় দু যুবক ক্ষুব্ধ হয়ে মিরাজুলকে শাবল দিয়ে বেদম প্রহর করে। ব্লেড দিয়ে মুখে পোঁচ মারে। স্থানীয়রা মিরাজুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাকে বাড়ি ফিরিয়ে নেয়া হয়। তিনি নিজেই বাদী হয়ে থানায় নালিশ করেছেন।