দৌলতপুরে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হামলায় আহত ৫

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকায় এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় কলেজছাত্রীর খালুসহ ৫ জন আহত হয়েছে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাগোয়ান গার্লস কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির এক ছাত্রীকে একই এলাকার বখাটে মামনু, মিঠুন, রিংকু, জামরুল ও তাদের সহযোগীরা কলেজে যাওয়া আসার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। এ ব্যাপারে গতকাল রোববার সকাল ৯টার দিকে লাবনীর খালু আলেক মণ্ডল প্রতিবাদ করলে ওই বখাটেরা হাত কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে আলেককে কুপিয়ে জখম করে। এ সময় আলেকের স্বজনরা এগিয়ে এলে তাদের ওপরও বখাটেরা হামলা চালায়। এতে আলেক মণ্ডল (৪২), মইদুল (৩৫), হানিফ (৩২), হান্নানসহ (৩৫) ৫ জন আহত হয়। এদের মধ্যে আলেক ও হানিফকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।

 

Leave a comment