স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির সদস্য গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়েছে। রোববার ভোর ৬টার দিকে কুষ্টিয়া শহরতলীর কানা বিল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিজিবি জানায়, সকালে একটি অভিযান শেষে বিজিবি সদস্যরা নিজস্ব পিকআপভ্যানে করে মিরপুরস্থ কুষ্টিয়া সেক্টরে ফিরছিলেন। পথে কানা বিল এলাকায় পৌঁছুলে পিকআপ ভ্যানে সামনের একটি চাকা ফেটে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায়। এতে ছয় বিজিবি সদস্য গুরুতর আহত হন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সুবেদার মহিউদ্দিন, ল্যান্সনায়েক সফিউল ইসলাম, ওবাইদুল ও সিপাহী আব্দুল হালিমকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়।