জয়রামপুর চৌধুরীপাড়ায় আমজাদ হত্যামামলায় আটক দুজনকে জেলহাজতে প্রেরণ

স্ত্রী সুফিয়াকে দর্ঘসময় জিজ্ঞাসাবাদ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর চৌধুরীপাড়ায় মাদকব্যবসায়ী আমজাদ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আটক আলমগীর ও কাজলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার এসআই আমিনুল ইসলাম আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের উভয়কেই জেলহাজতে প্রেরণের আদেশ দেন। হত্যাকাণ্ডের নেপথ্য উন্মোচনে পুলিশ জোর চেষ্টা অব্যাহত রেখেছে।

নিহত মাদকব্যবসায়ী আমজাদের স্ত্রী সুফিয়া ও মেয়ে তানিয়া এবং অন্তরাকে গতকাল রোববার বিকেল থেকে দীর্ঘসময় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল রাতে অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) ফকির আজিজুর রহমান।

উল্লেখ্য, গত শুক্রবার দিনগত রাত ১টার দিকে দামুড়হুদার জয়রামপুর চৌধুরীপাড়ার ঘরজামাই আমজাদ হোসেন তার নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। ধারালো অস্ত্রের উপর্যুপরি কোপে ঘটনাস্থলেই প্রাণ হারান আমজাদ। আমজাদের ছেলে শরিফুল বাদী হয়ে ৫ জনকে আসামি করে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। আলমগীর ও কাজলকে ঘটনার পরপরই তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

Leave a comment