স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কাথুলী-বলেশ্বরপুর সড়কে গতরাত ১২টার দিকে ছিনতাই হয়েছে। আলমডাঙ্গার ঘোলদাড়ি ছয়ঘরিয়া থেকে ভ্যানযোগে মহিলা রোগী নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশে রওনা হলে পথিমধ্যে ছিনতাইকারীরা নগদ টাকা, মোবাইলফোন ও টর্চলাইট ছিনিয়ে নেয়।
জানা গেছে, আলমডাঙ্গার ছয়ঘরিয়ার মো. কালুর স্ত্রী রেহেনা খাতুন গতরাতে উচ্চ রক্তচাপজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। গ্রাম্যচিকিৎসকের নিকট নেয়া হলে তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ভ্যানযোগে রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে বলেশ্বরপুর-কাথুলী সড়কের মধ্যবর্তী স্থানে ৪/৫ জনের একদল ছিনতাইকারী গতিরোধ করে। রোগীর কথা বলেও ছিনতাইকারীদের মন গলানো যায়নি। ছিনতাইকারীরা নগদ ৫শ টাকা, একটি মোবাইলফোন ও একটি টর্চলাইন ছিনিয়ে নেয়।