স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ সদস্য শিরিন নাঈম আগামী ২৪ এপ্রিল চুয়াডাঙ্গা আসছেন। তিনি ২৭ এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গায় অবস্থান করবেন।
৩০৯ মহিলা আসন ৯ এর এমপি শিরিন নাঈম চুয়াডাঙ্গা সফরকালে বাবা ও মায়ের কবর জেয়ারত করবেন। নাটুদহের আট শহীদের কবর ও ইতহাসের সাক্ষী মুজিবনগর পদির্শনসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগদেবেন তিনি। এক পত্রে তিনি এ তথ্য জানিয়ে চুয়াডাঙ্গা সফর স্বার্থক করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, শিরিন নাঈম পুনম চুয়াডাঙ্গার সন্তান। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। ১০ম জাতীয় সংসদে তিনি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।