জুয়া খেলায় বাধা দেয়ায় স্ত্রীকে কুপিয়ে জখম করেছে রুইথনপুরের জোয়াড়ি স্বামী লাল্টু

 

স্টাফ রিপোর্টার: জুয়া খেলার প্রতিবাদ করায় জুয়াড়ি স্বামী লাল্টু তার স্ত্রী আরজিনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। গতপরশু রাতে তাকে তার বাড়িতে কুপিয়ে জখম করে। আরজিনাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার দলকা লক্ষ্মীপুরের মৃত মসলেম উদ্দিনের ছেলে লাল্টু দীর্ঘদিন ধরে আলমডাঙ্গার রুইথনপুরের ঘরজামাই। গতপরশু সে রুইথনপুর গ্রামের জনাব আলীর বাড়িতে বসে হিরা ও আব্দুল্লার সাথে জুয়া খেলতে বসে। রাতেই প্রতিবাদ জানাতে যায় র্স্ত্রী আরজিনা। খেলা শেষে শূন্য পকেটে বাড়ি ফিরলে আরজিনা প্রতিবাদ করে। ক্ষুব্ধ হয়ে লাল্টু তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আরজিনাকে রাতেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। লাল্টু আত্মগোপন করেছে। আরজিনা বলেছে, জুয়াড়ি স্বামীর বিরুদ্ধে মামলা করবো। আমি বিচার চাই।

Leave a comment