জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গা তিতুদহ কালুপোলে নাম পরিচয়হীন এ ছেলেটি কার? ছেলেটি মা-বাবা এসব কথাই শুধু বলতে পারে। কোথা থেকে কীভাবে এসেছে নাম ঠিকানা কি তাও সে বলতে পারছেনা। বয়স আনুমানিক ২০/২২ হবে ধারণা করা হচ্ছে। গায়ের রং শ্যামলা। তবে কিছু জানতে চাইলে অপলকভাবে তাকিয়ে থাকে।
জানা গেছে, মানসিক প্রতিবন্ধী এ ছেলেটির বাবা-মায়ের সন্ধান ও ঠিকানা পাওয়া যায়নি। প্রায় ৫০ দিন ধরে চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের কালুপোল গ্রামের চায়ের দোকানদার আসাদুলের আশ্রয়ে রয়েছে। ৫০ দিন আগে সন্ধ্যায় কালুপোল গ্রামের আসাদুলের চায়ের দোকানে বসে কাঁদছিলো। দোকানি তা দেখে তাকে তার বাড়িতে আশ্রয় দেন। অভাবের সংসারে ছেলেটির আশ্রয় দিয়ে মহত্বের পরিচয় দিয়েছেন চা দোকানদার আসাদুল। তিনি বলেন, নিজের ছেলের কথা ভেবেই ছেলেটিকে আশ্রয় দিই। তিনি জানান, ওর বাবা-মায়ের সন্ধান পেলেই ছেলেটিকে তিনি তাদের হাতে তুলে দেবেন।