স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আসাদুল হক বিশ্বাস আজ চুয়াডাঙ্গায় ফিরছেন। দীর্ঘ ১৬ দিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর চুয়াডাঙ্গায় ফিরছেন তিনি। তবে চিকিৎসকরা বলেছেন, তিনি পুরোপুরি সুস্থ হননি। তাকে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
গত ৩১ মার্চ চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন হাজি আসাদুল হক বিশ্বাস। পরে গত ৪ এপ্রিল আকস্মিক তিনি অসুস্থ হয়ে পড়লে ওইদিন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রেফার করে তাকে নেয়া হয় ঢাকার স্কয়ার হাসপাতালে। এ ক’দিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ শনিবার সকালে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেবেন চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। তবে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন তিনি পুরোপুরি সুস্থ নন। ফলে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে।