যুবরাজের ব্যাটে বেঙ্গালুরুর জয়

মাথাভাঙ্গা মনিটর: যুবরাজ সিংয়ের অপরাজিত ৫২ রানের সুবাদে দিল্লি ডেয়ারডেভিলসকে ৮ উইকেটে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স  বেঙ্গালুরু। গত বৃহস্পতিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দিল্লি সংগ্রহ করে ১৪৫ রান। জবাবে ২০ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে ফেলে বিরাট কোহলির দল। বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় ভারত। ওই ম্যাচে যুবরাজ ২১ বলে ১১ রান করে ভারতের খলনায়কে পরিণত হন। তবে টি-টোয়েন্টি রূপেই দেখা গেল তাকে। বেঙ্গালুরুর পক্ষে সর্বোচ্চ ২৯ বলে ৫ ছক্কা ও ৩ চারের সাহায্যে ৫২ রান করেন বাঁ হাতি এ ব্যাটসম্যান। সেই সাথে বিরাট কোহলির ৪৯ রানের ইনিংসের সুবাদে এবারের আইপিএলের প্রথম ম্যাচেই বড় জয় পায় ব্যাঙ্গালুরু।