মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সৃষ্ট সমস্যা দ্রুত সমাধান করা হবে : এমপি প্রফেসর ফরহাদ হোসেন

মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেছেন, জেলার বিভিন্ন স্থানে যে মাঠগুলো রয়েছে সেগুলো সংস্কার করে খেলার উপযোগী করা হবে। ক্রীড়াঙ্গণে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনার লক্ষ্যে ক্রীড়া সংগঠনগুলোকে পৃষ্ঠপোশকতা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে মেহেরপুর স্পোর্টস অর্গানাইজেশন আয়োজিত প্রাক্তন সংসদ সদস্য ছহিউদ্দীন স্মরণে এমসিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি এ কথাগুলো বলেন। তিনি বলেন, অতি দ্রুত জেলা প্রশাসক ও বর্তমান আহ্বায়ক কমিটির সাথে বসে জেলা ক্রীড়া সংস্থার সৃষ্ট সমস্যার সমাধান করা হবে।

মেহেরপুর স্পোর্টস অর্গানাইজেশনের ক্রিকেট প্রশিক্ষক মাসুদুল হাসানের সভপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিমম বিল্লাহ মতু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বিশ্বাস বাবলু বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর স্পোর্টস অর্গানাইজেশনের আহ্বায়ক শাহিনুর রহমান রিটন। উদ্বোধনের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। আজ শনিবার দুপুর আড়াইটা থেকে এমসিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে ঢাকার লার্ন একাডেমী ও মুন্সিগঞ্জ ক্রিকেট ক্লাব। এ টুর্নামেন্টে ঢাকার লার্ন একাডেমি, মুন্সিগঞ্জ ক্রিকেট ক্লাব, মেহেরপুর লাল ও সবুজ দল অংশ নেবে।