মো. শাহাবুদ্দিন: চুয়াডাঙ্গা হাসপাতাল রোডে ভ্রাম্যমাণ মাছব্যবসায়ীর ভ্রাম্যমাণ হালখাতা করেছেন। নববর্ষের দিন খরিদ্দারের বাড়িতে বাড়িতে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে মিষ্টির প্যাকেট পৌঁছে দিয়ে সবাইকে অবাক করেছেন।
জানা গেছে, দামুড়হুদা উপজেলা সদরের কাউন্সিলপাড়া ফিরোজ দফাদারের ছেলে আক্কাচ দফাদার (৩০) ১৬ বছর ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে মাছব্যবসা করে আসছেন। প্রতিদিন সকালে ভ্যানযোগে নির্দিষ্ট ৭০/৮০ জন খরিদ্দারের বাড়ি মাছ পৌঁছে দিয়ে আসেন। প্রয়োজনে অনেকেও তাদের আত্মীয়স্বজন এলে মোবাইলফোনে তার কাছে মাছের অর্ডার দেন। সে মোতাবেক হাসপাতাল রোডের বাসিন্দাদের কাছে মাছব্যবসায়ী হিসেবে পরিচিত লাভ করে সুনাম অর্জন করেছেন। বাংলা নববর্ষের দিন হালখাতার প্রচলন উঠে গেলেও আক্কাচ দফাদার ওই দিন খরিদ্দারদের মিষ্টি মুখ করাতে বাড়ি বাড়ি মিষ্টির প্যাকেট দিয়ে এসেছেন। তিনি দামুড়হুদা উপজেলা ফুটবলদলের একজন নির্ভরযোগ্য খেলোড়ার। ব্যবসার ফাঁকে তিনি নিয়মিত ফুটবল খেলে থাকেন। দামুড়হুদায় তিনি মাছব্যবসায়ী হিসেবে পরিচিত নয়, পরিচিত একজন ফুটবলার হিসেবে।
আক্কাচ মাথাভাঙ্গাকে জানান, ১৬ বছর ধরে মাছের ব্যবসা করলেও খরিদ্দারদের কোনো দিন মিষ্টি মুখ করাতে পারিনি। তাই এ বছর আগেভাগেই প্রস্তুতি নিয়ে নববর্ষের দিন খরিদ্দারদেরকে মিষ্টি মুখ করাতে পেরে আমি খুব আনন্দবোধ করছি।