মুজিবনগর সেজেছে অপরূপ সাজে : মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর কমপ্লেক্স সেজেছে যেন অপরূপ সাজে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনে আয়োজনের কোনো কমতি নেই। আম্রকাননের মূল মঞ্চ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্র পর্যন্ত রঙিন আলোয় ঝলমলে। দুটি গোলাপ বাগান, মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবনির্মিত আনসার ব্যারাক, সরকারি শিশুপরিবারসহ প্রায় সব স্থাপনা ঘিরে লাইটিং করা হয়েছে। গাছে গাছে শোভা পাচ্ছে মরিচ বাতি।

গতকাল সন্ধ্যা থেকেই ঝলমলে আলোয় এক অন্যরকম মুজিবনগর উপভোগ করেছেন দর্শনার্থীরা। এলাকার বিভিন্ন স্থান থেকে আসা বিপুল সংখ্যক নারী-পুরুষ ভিড় করেন লাইটিং দেখতে। দশনার্থীরা মন্তব্য করে বলেন, এর আগে কখনো এমন মুজিবনগর কেউ দেখেননি। অন্যরকম একটি আয়োজন উপভোগ করছেন তারা।

এদিকে মুজিবনগর দিবসের আলোচনাসভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা শুরু হবে। মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ইতোমধ্যে স্টল স্থাপন করা হয়েছে।

মুজিবনগর সরকারি শিশুপরিবারের দক্ষিণে খোলামাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলছে। মঞ্চ ও লাইটিং কাজ শেষের দিকে। সঙ্গীত পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বার, তিমির নন্দী, রফিকুল আলম, মনোরঞ্জন ঘোষাল। এছাড়াও গাইবেন রিংকু ও বিউটি। জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডদল বাপ্পা মজুমদার ও দলছুট। থাকছে আকর্ষণীয় লেজার শো ও আতশবাজী। পুতুল নাচ, গম্ভীরাসহ লোকজ সাংস্কৃতিক আয়োজন।

এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলীসহ নেতৃবৃন্দ। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, এবারের অনুষ্ঠানে ১৭ এপ্রিলের সত্যিকারের আহব সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

 

Leave a comment