স্টাফ রিপোর্টার: শিশু শ্যালক সুজনকে শ্বাশরোধ করে হত্যার অপচেষ্টা মামলার আসামি আল আমিন ওরফে আলিমকে পুলিশ গ্রেফতার করেছে। তাকে হরিণাকুণ্ডু থানা পুলিশ গ্রেফতার করে। পরে তাকে আলমডাঙ্গা থানায় রুজুকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে চুয়াডাঙ্গা জেলহাজতে নেয়া হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পাওয়া সুজনের জবাবনন্দি গতকাল আদালতে রেকর্ড করা হয়। অপরদিকে আলিমকে গতকাল চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়।
গত ১৩ ফেব্রুয়ারি সুযোগ বুঝে তার একমাত্র শ্যালক সুজনকে সোহাগপুর ভদুয়ার মাঠে নিয়ে বালি তোলা গর্তে নিয়ে হত্যার চেষ্টা চালায় ভগ্নিপতি আল আমিন ওরফে আলিম। অল্পের জন্য প্রাণে রক্ষা পাওয়া শিশু শ্যালককে উদ্ধার করা হয়। আল আমিন আত্মগোপন করে। সে হরিণাকুণ্ডুর সড়াতলা গ্রামের দুলাল হোসেনের ছেলে। আলমডাঙ্গা সোহাগপুরে সে তার খালুবাড়ি বসবাস করতো। তালুককররা গ্রামে বিয়ে করে। বিয়ের কয়েক মাসের মাথায় আলিম তার শ্যালককে ডেকে নিয়ে হত্যার চেস্টা চালায়।