দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার ব্র্যাকমোড়ে কেরুজ আখ সেন্টারের সামনে পিচরোডের ওপর পড়ে থাকা অজ্ঞাত ট্রাক্টরের পোড়া মবিলে পিছলে পড়ে কমপক্ষে ১১ জন মোটরসাইকেল চালক মারাত্বকভাবে আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রতিটি মোটরসাইকেলই ভেঙেচুরে গেছে। মাত্র ৫ মিনিটের ব্যবধানে পিচরোডের ওপর একর পর এক মোটরসাইকেল আরোহীকে আছড়ে আছড়ে ক্ষতবিক্ষত হতে দেখে প্রত্যক্ষ পথচারীরা হতবাক হয়েছে। একটি মোটরসাইকেল চালককে তুলতে না তুলতে আরেকটি মোটরসাইকেল হুমড়ি খেয়ে আছড়ে পড়ছে। এতে কারোর হাত কারোর পা, হাঁটুসহ দেহের বিভিন্ন অংশ ছিড়ে কেটে ক্ষতবিক্ষত হয়। গতকাল রোববার রাত ৮টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ব্র্যাকমোড়ের অদূরে কেরুজ আখ সেন্টারের সামনে গতকাল রোববার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা অভিমুখে যাওয়া একটি ট্রাক্টরের ব্যবহৃত মবিল নিচ দিয়ে পিচরোডে পড়ে। এতে প্রায় ৩০ গজ পিচরোড পিচ্ছিল হয়ে যায়। ওই সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নাজির হামিদুল ইসলাম মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা অভিমুখে যাওয়ার সময় ওই স্থানে পৌঁছে পড়ে যাওয়ার উপক্রম হয়। তিনি তার চোখের সামনে দুজন মোটরসাইকেল চালককে পিচরোডে আছড়ে পড়তে দেখে কিছু একটা ব্যবস্থা নেয়ার জন্য বিষয়টি তাৎক্ষণিক দৈনিক মাথাভাঙ্গার দামুড়হুদা প্রতিনিধি বখতিযার হোসেন বকুলকে জানান। দৈনিক মাথাভাঙ্গার দামুড়হুদা প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে দেখেন প্রায় ৮ জন মোটরসাইকেল চালক পিচরোডে আছড়ে পড়ে কাতরাচ্ছেন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি দামুড়হুদা মডেল থানার ওসি সিকদার মশিউর রহমানকে জানান। তিনি উপস্থিত পথচারী কেশবপুরের ইদ্রিস, আরিফ, দুদুসহ কয়েকজনের সহায়তায় রোডের উভয় পাশে বিপদ সঙ্কেতের ব্যবস্থা করেন এবং মবিল পড়ে পিচ্ছিল হওয়া স্থানে শুকনো মাটি দিয়ে ঢেকে দেয়ার ব্যবস্থা করেন। এ সময় সড়কের উভয় পাশে বেশকিছু যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার এসআই আবু জাহের ভূইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং ধীরে ধীরে সড়কের যানজটমুক্ত করেন।