দর্শনা অফিস: দামুড়হুদার মুন্সিপুর ও নিমতলা বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ভারতীয় মালামাল উদ্ধার করেছে। আটক করতে পারেনি কাউকে। গতকাল রোববার ভোর ৫টার দিকে দামুড়হুদার মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার নাজমুল হক সঙ্গীয় সদস্যদের নিয়ে মুন্সিপুর মাঠে চোরাচালান বিরোধী অভিযান চালান। এ অভিযানে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে ২ হাজার ১৬ জোড়া ভারতীয় ইমিটেশনের কানের দুল, ১ হাজার ৮৪৮টি গলার চেন, ২৪ পিচ পুতির মালা, ২৮৯ জোড়া হাতের বালা, ১ হাজার ৪৩৮ জোড়া বিভিন্ন ধরনের রিং ও ১৩ হাজার ৩৯২ পাতা কপালের টিপ। একই সময় দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার আরাফাত উল্লাহ সঙ্গীয় সদস্যদের নিয়ে সিংনগর হালদারপাড়া মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ৮ বোতল ভারতীয় মদ ও ২৪ বোতল ফেনসিডিল। গতকালই বিকেল সাড়ে ৫টার দিকে জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার তাজিমুল হক সঙ্গীয় সদস্যদের নিয়ে হরিরামপুর মাঠে অভিযান চালিয়ে উদ্ধার করেছেন ২৮ বোতল ভারতীয় মদ, ৩ হাজার পিচ ভারতীয় টিভির কার্বন ফ্লিম রেজিস্টার ও ১ হাজার এলইডি বাল্ব।