গাংনী মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের গাংনী শাখার নির্বাচনের লক্ষ্যে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে গাংনী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভা থেকে নির্বাচন পরিচালনা লক্ষ্যে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

গাংনী শাখার সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা। বক্তব্য রাখেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, লাইন সম্পাদক সাজেদুর রহমান, গাংনী শাখার সম্পাদক আশাদুল ইসলাম আশাসহ নেতৃবৃন্দ। বর্তমান কমিটির বিলুপ্ত করে গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনকে আহবায়ক কমিটির প্রধান করা হয়েছে। আগামি ১৪ মে গাংনী থাকার দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

Leave a comment