জীবননগর ব্যুরো: জীবননগর স্বর্ণপট্টিতে দফায় দফায় প্রতারকচক্ররা হানা দিয়েছে। গতকাল রোববার সন্ধ্যারাতে বাজরের মোল্লা মার্কেটে একটি স্বর্ণের দোকানে প্রতারকচক্র ভুয়া স্বর্ণালঙ্কার বিক্রিকালে প্রতারণার শিকার হয় স্বর্ণকার দোকানিরা। স্বর্ণকার আজমত হোসেন জানান, গতকাল সন্ধ্যায় শহরের মোল্লা মার্কেটে অবস্থিত তার নিজ দোকান ফাহিদা জুয়েলার্স অ্যান্ড স্টোরে সোহেল নামের এক প্রতারক বিপদের কথা বলে একটি স্বর্ণালঙ্কার বিক্রি করে। যার ওজন ৫ আনা এবং এর আনুমানিক মূল্য ১৪ হাজার ৩৭৫ টাকা বলে জানা যায়। পরবর্তীতে স্বর্ণালঙ্কারটি অ্যাসিড দিয়ে গলানোর পর দেখা যায় তা ইমিটেশনের তৈরি। প্রতারক সোহেলের বাড়ি উপজেলার সন্তোষপুরে বলে সে জানা যায়।