ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামে বসতঘরে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল রোববার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুন্সিপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে আবু বক্করের বসতঘরে বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ঘরের আসবাবপত্র কাপড়চোপড়সহ নগদ টাকা-পয়সা ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা।