জীবননগর ব্যুরো: জীবননগর ও রাজাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও মোটরপার্টস উদ্ধার করেছেন। গত শনিবার রাতে উপজেলার হাইস্কুলপাড়া ও আকন্দবাড়িয়ায় অভিযান চালিয়ে ১৮টি মোটরপার্টস ও ১২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।
বিজিবিসূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যায় জীবননগর বিওপির হাবিলদার মিজানুর রহমান সঙ্গীয় সদস্যদের নিয়ে উপজেলার হাইস্কুলপাড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৮টি ভারতীয় স্ট্রিং পাতির পার্টস উদ্ধার করেন।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে একই দিন রাত ৯টার দিকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর বিওপির হাবিলদার তোতা মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহলদল উপজেলার আকন্দবাড়িয়ায় অভিযান চালিয়ে আকন্দবাড়িয়া গ্রামের লাল মিয়ায় স্ত্রী হামিদা বেগম (৪৫) ও রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত আ. করিমের ছেলে মুরাদ হোসেনকে (৪২) ১২৩ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ সময় আকন্দবাড়িয়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোল্লা (৩৫) পালিয়ে যায়। পলাতক মোল্লাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।