স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নবম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে সম্মেলনের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। চুয়াডাঙ্গা জেলা ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সিরাজুল ইসলাম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনিছুর রহমান মল্লিক। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতৃবৃন্দ।
সম্মেলনের শুরুতেই দলের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা কৃষক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সম্মেলনে সিরাজুল ইসলাম শেখ সভাপতি ও আলাউদ্দিন ওমরকে সাধারণ সম্পাদক করে ৪ বছর মেয়াদী ১৪ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়।