জীবননগর ব্যুরো: প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার নামে জীবননগর উপজেলার উথলী মহাবিদ্যালয়, জীবননগর ডিগ্রি কলেজ ও জীবননগর মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে ৬০ হাজার টাকা করে চাঁদা দাবি করা হয়েছে। অশ্বিন কুমার নামে এক ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সেকশন-১ গ্রেডের কর্মকর্তা পরিচয় দিয়ে ০১৭৭৪-১৬৮৯৯৯ নম্বর মোবাইল থেকে শিক্ষা উপকরণ দেয়ার নামে এ চাঁদা দাবি করেন।
উথলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আকরাম হোসেন জানান, গতকাল রোববার বেলা ১১টার দিকে অশ্বিন কুমার নামে ওই ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আপনার মহাবিদ্যালয়ে ৫টি ল্যাপটপসহ ৫ লাখ টাকা মূল্যের শিক্ষা উপকরণ দেয়া হবে। এ জন্য আপনাকে এ নম্বরে ৬০ হাজার টাকা এই মুহূর্তে বিকাশ করে পাঠাতে হবে। বিষয়টি তার কাছে সন্দেহজনক হওয়ার কারণে তিনি টাকা পাঠাননি।
বিষয়টির ব্যাপারে বিস্তারিত জানার জন্য ০১৭৭৪-১৬৮৯৯৯ নম্বরে ফোন করে সাংবাদিক পরিচয় দেয়ার পরই অপর প্রান্ত থেকে সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়া হয়।