আরও পিছিয়ে পড়লো বার্সেলোনা

মাথাভাঙ্গা মনিটর: অপেক্ষাকৃত খর্ব শক্তির দলগুলোর কাছে আরেকবার নাস্তানাবুদ দেখা গেলো এফসি বার্সেলোনাকে। লা লিগায় তলানির দল গ্রানাডার কাছে ১-০ গোলে হার নিয়ে এতে এবারের শিরোপা থেকে অনেকটাই পিছিয়ে পড়লো বর্তমান চ্যাম্পিয়নরা। নিজ মাঠে খেলার ১৬ মিনিটে ব্রাহিমির গোলে এগিয়ে যায় গ্রানাডা। তবে ম্যাচের বাকি সময় একের পর এক সুযোগ তৈরি করেও গোল বঞ্চিত থাকে বার্সেলোনা। চলতি লা লিগায় পয়েন্ট তালিকার অপর তলানির দল রিয়াল ভায়াদোলিদের মাঠ থেকেও বার্সেলোনা হার নিয়ে ফিরেছিলো এর আগে।  এদিনের জয়ে বার্সেলোনার বিপক্ষে দীর্ঘ দিনের এক অপেক্ষা ঘুঁচালো গ্রানাডা।  বার্সেলোনার বিপক্ষে গ্রানাডা  সর্বশেষ জয় কুড়িয়েছিলো প্রায় অর্ধ শতাব্দী আগে। ১৯৭১-৭২ মওসুমে গ্রানাডা এফসি বার্সেলোনাকে হারিয়েছিলো ২-০ গোলে। গত শনিবারের হারে চলতি লীগে ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেল বার্সেলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। লা-লিগায় গতকাল রোববার মাঠে নামার আগে ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষ স্থানটি অ্যাটলেটিকো মাদ্রিদের।

Leave a comment