মাথাভাঙ্গা মনিটর: দু গোল পরিশোধ করে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত হেরে গেছে ম্যানচেস্টার সিটি। ৭৮ মিনিটের সময় কুটিনহোর গোল লিভারপুলের জয় নিশ্চিত করেন। এর আগে দ্বিতীয়ার্ধের দু গোলে সমতা ফিরিয়েছিলো ম্যানচেস্টার সিটি। গতকাল রোববার ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ খেলার প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় শীর্ষে থাকা লিভারপুল। অ্যানফিল্ডে খেলার ৬ মিনিটের সময় রাহিম স্টারলিং প্রথম গোলটি করেন। এরপর ২৬ মিনিটের সময় এসকার্টেল গোল সংখ্যা দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের সময় সিলভা গোল করে ব্যবধান কমান। এর মাত্র ৫ মিনিট পরই জনসনের আত্মঘাতি গোলে সমতা আসে খেলায়। শিরোপা লড়াইয়ে ফিরতে হলে এ খেলায় ম্যানচেস্টার সিটির জয় দরকার। ৩২ খেলায় তাদের সংগ্রহ দাঁড়ালো ৭০ পয়েন্ট আর ৩৪ খেলায় লিভারপুলের ৭৭।