গাংনী ডিগ্রি কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মকবুল হোসেন

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকলকেই এগিয়ে আসতে হবে

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন বলেছেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারলে পরীক্ষায় ভালো ফলাফল আশা করা যাবে না। শিক্ষকদের পাঠ দানে আরো মনোনীবেশ করতে হবে। ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের মধ্যদিয়ে তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে তিনি সমাজের সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল শনিবার দুপুর ১টার দিকে গাংনী ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওই আহ্বান জানান। গাংনী ডিগ্রি কলেজ পরিচালনা পর্যদের সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মকবুল হোসেনকে সংবর্ধনা দেয় কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শুরুতেই ফুলের তোড়া দিয়ে মকবুল হোসেনকে বরণ করেন শিক্ষকবৃন্দ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। সহকারী অধ্যাপক সাইদুর রহমানের সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভীসহ শিক্ষকবৃন্দ।

Leave a comment