আলমডাঙ্গার হাউসপুর সুলতানের কারখানায় স্পিরিটে দগ্ধ ভ্যানচালক : মিস্ত্রি রফিকুল গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: গতকাল শনিবার আলমডাঙ্গা থানা পুলিশ আলমডাঙ্গা হাউসপুরে একটি ফার্নিচার দোকানের রং মিস্ত্রি রফিকুলকে গ্রেফতার করেছে। নির্বাচনী তর্কে মেতে স্পিরিট ডেলে পুড়িয়ে দেয়া নাকি দুর্ঘটনা? দু’পক্ষের অবশ্য দু রকম দাবি।

পুলিশ বলেছে, গত ১০ এপ্রিল আলমডাঙ্গার হাউসপুর দু কপাট সংলগ্ন সুলতানের ফার্নিচার দোকানে খাটে রং করার সময় ম্যাথিলেটেড স্পিরিট মোম দিয়ে জ্বালানোর সময় ভ্যানচালক সুরুজের মুখ মণ্ডল ও দেহের কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় কারখানার মিস্ত্রি মাহাবুবকে থানা পুলিশ আটক করে। আলমডাঙ্গা আসাননগর গাংপাড়ার দু কপাট এলাকার জালাল মিয়ার ছেলে ভ্যানচালক সুরুজ হাউসপুরের সুলতানের ফার্নিচার কারখানার মিস্ত্রি মাহাবুব রঙের স্পিরিট হাতে লেগে পড়ে যাওয়ায় সুরুজের মুখে লাগলে মুখ সরিয়ে নেয়। পরে সুরুজের পিঠে লাগলে পিঠে পুড়ে যায়। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ রং মিস্ত্রি মাহাবুবকে আটক করে। এলাকাবাসীর ধারণা, উপজেলা নির্বাচন নিজেদের মধ্যে বাগবিতণ্ডাই জড়িয়ে পড়লে মাহাবুব ক্ষিপ্ত হয়ে স্পিরিটের বোতল ইচ্ছাকৃতভাবে সুরুজের গায়ে ঢেলে দেয়। এ ঘটনায় মাহাবুবসহ ৪-৫ জনকে আসামি করে সুরুজের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এরই জের ধরে থানা পুলিশ গতকাল বকশিপুর গ্রামের মৃত নবিছদ্দিনের ছেলে রফিকুলকে (৩৫) গ্রেফতার করেছে।

Leave a comment