দামুড়হুদায় তামাকঘরের ছাইয়ের মধ্যে পড়ে ঝলসে গেছে শিশু

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেরার মৌজাপোতা গ্রামের শিশু হুসাইন আগুনে পুড়ে ঝলসে গেছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে বাড়ির পাশে খেলেতে গেলে তামাকঘরের ছাইয়ের মধ্যে পড়ে আহত হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার মৌজাপোতা গ্রামের সালামের শিশুপুত্র হুসাইন খেলছিলো। এ সময় তামাকঘরের ছাইয়ের মধ্যে পড়ে শিশু হুসাইন ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a comment