মাথাভাঙ্গা মনিটর: স্প্যানিশ লা-লিগার বর্তমান শীর্ষ তিন দল- অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তিন দলই খেলেছে সমান ৩২ ম্যাচ পয়েন্ট ব্যবধান মাত্র ৩। লিগে প্রত্যেকের বাকি আছে আর ৬টি করে ম্যাচ। বর্তমানে শীর্ষস্থানের জন্য লড়াই চলছে অ্যাটলেটিকো ও বার্সেলোনার মধ্যে। দু দলের পয়েন্ট ব্যবধান মাত্র এক। অ্যাটলেটিকোর ৭৯ আর বার্সেলোনার ৭৮। এ মওসুমে দু দলের শক্তির পরীক্ষায় এগিয়ে গেছে অ্যাটলেটিকো। পাঁচ ম্যাচ খেলে একটিমাত্র ফলাফল এসেছে। আর বাকিগুলো হয়েছে ড্র। আর ওই একমাত্র জয়টি পেয়েছে অ্যাটলেটিকো। দু দিন আগে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সাকে ২-১ এগ্রিগেটে হারিয়ে ৪০ বছর পর সেমির টিকেট কেটেছে। এ অবস্থায় বার্সেলোনার লা-লিগার ২৩তম শিরোপা জয়ের মিশনে টিকে থাকতে হলে আজ তাদের জয়ের বিকল্প নেই। লিওনেল মেসিরা আজ সফর করতে গ্রানাডার মাঠে। গ্রানাডা ৩৪ পয়েন্ট নিয়ে আছে ১৫তম স্থানে। কিন্তু অ্যাটলেটিকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে বার্সা যে বাজে খেলা দেখিয়েছে তাতে গ্রানাডা তাদের বাজি হিসেবে নিতে পারে আজ। যদিও লিগে সর্বশেষ তিন ম্যচেই তারা হেরেছে। বিপরীতে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লীগে হোঁচট খেলেও লিগে আছে দারুণ ছন্দে। টানা ৬ ম্যাচ তারা প্রতিপক্ষকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে। আর এ মওসুমে ন্যু ক্যাম্পে গ্রানাডাকে প্রথম লেগে ৪-০ গোলে উড়িয়ে দেয়ার রেকর্ড আছে তাদের। শিরোপার লাড়াইয়ে টিকে থাকতে হলে কাতালানদের আজ কঠিন পরীক্ষা দিতে হবে। একই দিনে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও মাঠে নামবে। সান্তিয়াগো বার্নাব্যুতে তারা স্বাগত জানাবে আলমেরিয়াকে। পয়েন্ট টেবিলের তলানি থেকে তারা মাত্র একধাপ এগিয়ে আছে। ইনজুরির কারণে আজ মাঠে নামতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো।