শৈলকুপায় আওয়ামী লীগ সমর্থিত দু দল গ্রামবাসীর সংঘর্ষ : পুলিশসহ আহত ৩০ : ২২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ

ঝিনাইদহ অফিস: বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ সমর্থিত দু দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দু পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২২ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে শৈলকুপা উপজেলার বাকাই-সিদ্দি গ্রামে এ সংঘর্ষের  ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, আগামী ২০ এপ্রিল ৩ নং দিগনগর ইউনিয়নের বাকাই-সিদ্দি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে ভোটার বাছাই নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য রেজাউল করিম দুলাল ও দিগনগর ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান তপনের নেতৃত্বে গ্রামবাসী দুটি ভাগে বিভক্ত। এলাকায় আধিপত্য বিস্তার ও পছন্দের ভোটার তালিকাভুক্ত করতে দু ভাগে বিভক্ত হয়ে বিরোধে জড়িয়ে পড়ে গ্রামবাসী। নির্বাচনে দু পক্ষের দুটি প্যানেল ঘোষণার পর শুক্রবার সকালে রেজাউল করিম দুলালের সমর্থকরা প্রতিপক্ষ গ্র“পের মতিয়ারের বাড়িতে হামলা চালিয়ে তার ছেলে রাকিবুলকে মারধর করে। এর জের ধরে দু গ্র“পের লোকজন ঢাল-সড়কি, রামদা, লাঠিসোঁটা, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। সংঘর্ষে অনিতা ও বিউটি নামে দু মহিলা এবং দু পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে। এ সংঘর্ষকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a comment