চুয়াডাঙ্গায় সমকালের আয়োজনে জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সমকালের আয়োজনে ২য় জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘বিজ্ঞান নিয়ে বলি-জীবন গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে সমকাল সুহৃদ সমাবেশের জেলা সভাপতি দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার কামরুজ্জামান বেল্টুর সভাপতিত্বে ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাহফুজুল হোসেন উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন- দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ্ আলম সনি, জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক রিচার্ড রহমান, জেলা বার কাউন্সিলের কার্যকরী সদস্য অ্যাড. হুমায়ুন কবির মামুন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কাজল, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান ও ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তসলিম উদ্দিন। বিজ্ঞ বিচারক মণ্ডলী ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মামুনার রশিদ সিদ্দিকি, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মতিউর রহমান ও বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান।

দেশজুড়ে স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য (আমরা ডিজিটাল বাংলাদেশের পথেই হাঁটছি এবং শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে কেবলমাত্র ক্লাসের সিলেবাসই যথেষ্ট নয়) এ দুটি বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়, সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর থানা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। সেরা বক্তা নির্বাচিত হয় জীবননগর থানা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দলনেতা আফরিন সাদিয়া আঁখি। এছাড়া অন্যান্য দলের সাথে সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা মায়িশা ফারজানাও তার দল নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সহযোগিতায় ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের সদস্য আসাদুল হক, পাপন, বায়েজিদসহ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন দৈনিক সমকালের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শিক্ষক খাইরুল ইসলাম ও দৈনিক সমকালের দামুড়হুদা উপজেলা প্রতিনিধি বখতিয়ার হোসেন বকুল।

Leave a comment