মাথাভাঙ্গা মনিটর: গ্রিসের রাজধানী এথেন্সের প্রাণকেন্দ্রে ব্যাংক অব গ্রিসের মূল ভবনের সামনে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে। এতে ব্যাংক ও তার আশপাশের দোকানগুলোর জানালার কাচ ভেঙে পড়লেও কেউ হতাহত হয়নি। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার আগে বিস্ফোরণটি ঘটানো হয়। শুক্রবার জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের গ্রিস সফরে আসার একদিন আগে বিস্ফোরণটি ঘটানো হল। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ৪৫ মিনিট আগে একটি সংবাদপত্র দফতরে ফোন করে অজ্ঞাত কেউ একজন হামলাটির কথা জানিয়ে সতর্ক করেছিলো। গাড়িবোমাটিতে ৭০ কেজি বিস্ফোরক ছিলো বলে দাবি করেছে সেই অজ্ঞাত ব্যক্তি। কোনো গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার না করলেও পুলিশের ধারণা বামপন্থী অথবা নৈরাজ্যবাদী গোষ্ঠীগুলো হামলাটি চালিয়েছে। হামলাস্থলে ব্যাংক, দোকান ও পাশের একটি ক্ষতিগ্রস্ত বিপনিবিতানের ধ্বংসস্তুপ ছড়িয়ে ছিটিয়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।