ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ৫০ লিটার বাংলা চোলাই মদসহ বাবু (৩৫) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে শহরের কাশিপুর নামক স্থান থেকে তাকে আটক করা হয়। সে শহরের মেন বাসস্ট্যান্ড এলাকার মঙ্গল মিয়ার ছেলে।
কালীগঞ্জ থানার এসআই নাসির উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকব্যবসায়ী বাবুকে আটক করা হয়েছে। সে শহরের একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।