মিশরে আল জাজিরাসহ চার টিভি চ্যানেল বন্ধ

 

মাথাভাঙ্গা মনিটর: মিশরে আল জাজিরাসহ চারটি টিভি চ্যনেলের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। এদের মধ্যে মুসলিম ব্রাদারহুডের একটি চ্যানেল রয়েছে। এর আগে কাতারিভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার চার সাংবাদিককে কায়রো থেকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার সরকারি সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করা হয়। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে মিশরের অন্তবর্তী সরকার জানায়, আল জাজিরা কোনো রকম অনুমিত না নিয়েই মিশরে কাজ করে যাচ্ছে যা সম্পূর্ণভাবে অবৈধ। চ্যানেলটি পেশাদারি সংবাদ পরিবেশন করার বদলে গুজবভিত্তিক খবর পরিবেশন করছে বলে অভিযোগ করা হয়। সরকার মুম্বাশ্বির মিশর, আল কুদস এবং আল ইয়ারমুক চ্যানেল তিনটির প্রচার বন্ধ করে দিয়েছে।