আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হাফিজ আর নেই

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ঘোষবিলার কৃতীসন্তান হাফিজুর রহমান হাফিজ আর নেই। কয়েক মাস ধরে তিনি তার ২টি কিডনির জটিলতা ও ডায়াবেটিক আক্রান্ত হয়ে ছিলেন চরম অসুস্থতায়। গতপরশু মঙ্গলবার দিনগত রাত সোয়া ৮টার দিকে তিনি আলমডাঙ্গার ঘোষবিলায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর। রাতেই তার এ মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। সমবেদনা জানাতে ছুটে আসেন আলমডাঙ্গা উপজেলার নির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন, ভাইস চেয়ারমান কাজি অরুন, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন বাবলু চৌধুরী, আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত নেতৃবৃন্দ ও এলাকার সুধীমহল। বেলা সাড়ে ১০টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের মৃত আইয়ুব আলী বিশ্বাসের ছেলে শিক্ষক হাফিজুর রহমান মৃত্যুকালে স্ত্রী রেবেকা খাতুন, ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a comment