রাজধানীতে পুলিশের গুলিতে ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার: রাজধানীর বাড্ডায় পুলিশের গুলিতে বাদশা (২৮) ডাকাত নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১২টায় দিকে বাড্ডা এলাকার পোস্ট অফিস গলিতে ডাকাতির সময় পুলিশের গুলিতে বাদশা ডাকাত আহত হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত ১টায় তিনি মারা যান। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, বাড্ডার পোস্ট অফিস গলিতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আগে থেকে সেখানে অবস্থান নেয় পুলিশ। তিন সদস্যের ডাকাত দলকে পুলিশ চ্যালেঞ্জ করলে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ডাকাত সদস্য বাদশা পায়ে গুলিবিদ্ধ হয়। আহত বাদশাকে পুলিশ আটক করতে সক্ষম হয়। ডাকাত সদস্যের ফেলা যাওয়া দুটি চাপাতি উদ্ধার করা হয়। আহত ডাকাত সদস্য বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১টায় তার মৃত্যু হয়। এই বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলচ্ছে।

Leave a comment