খবর:(আলমডাঙ্গার মুন্সিগঞ্জ রেলসড়কের চোরাইগাছ উদ্ধার)
রাস্তা ঘাটের গাছ খেয়ো না আর
পড়লে ধরা মুখ কোরো না ভার
পারলে এবার কামাই করে খাও
নইলে তুমি লাল দালানে যাও।
তোমরা শালা চোরের বেটা চোর
মানো নাতো শ্মশান জুমা গোর
কোনো পথে থাকলো নাতো গাছ
বেচে বেচে খাচ্ছো কিনে মাছ।
দিনের বেলায় যাচ্ছে গুড়ি ডাল
এমন ভাবে চলবে কতো কাল
আমলা নেতা সবাই কেন চুপ
যায় না চেনা ওদের আসল রূপ!
-আহাদ আলী মোল্লা