আলমডাঙ্গার পারলক্ষ্মীপুরের দিনমজুর মোহাম্মদ আলীকে অপহরণ

পারলক্ষ্মীপুর থেকে ফিরে আলম আশরাফ/জিয়াউর রহমান জিয়া: আলমডাঙ্গার পারলক্ষ্মীপুরের মোহাম্মদ আলী সরদার (৫০) নামের এক দিনমজুরকে অপহরণ করা হয়েছে। গত সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধার ও অপহরণের কারণ খুজতে শুরু করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের পারলক্ষ্মীপুর গ্রামের স্কুলপাড়ার মৃত গাজিরুদ্দিন সরদারের ছেলে মোহাম্মদ আলী সরদার। তিনি পেশায় দিনমজুর। প্রতিদিনের ন্যায় কাজ শেষে সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরে নিজ ঘরেই ঘুমিয়ে ছিলেন। রাত একটার দিকে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি তার বাড়ির উঠোনে এসে নাম ধরে ডাকতে থাকে। অপহৃতের স্ত্রী রাবিয়া খাতুন জানান, ডাক শুনে স্বামীর সাথে তিনিও বাইরে বেরিয়ে আসেন। তারা দেখতে পান অজ্ঞাত ১০/১২ জন বাড়ি উঠোনে দাড়িয়ে আছে। এ সময় তারা মোহাম্মদ আলীকে  প্রতিবেশী রজব আলীর বাড়ির দেখিয়ে দিতে বলেন। মোহাম্মদ যেতে রাজি না হলে জোর করেই নিয়ে যায়। যাওয়ার সময় তারা বলে যায়, বাড়িটি দেখিয়ে দিয়ে চলে আসবে। মোহাম্মদ আলীর কোনো ক্ষতি হবে না। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও স্বামী বাড়িতে ফিরে না আসায় সন্দেহ দানা বাধে রাবিয়ার। বিষয়টি প্রতিবেশীদের জানানো হয়। তাৎক্ষণিকভাবে স্ত্রী আত্মীয়স্বজনসহ প্রতিবেশীরা গ্রামে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু মোহাম্মদ আলীর কোনো সন্ধান মেলেনি। রাবিয়া খাতুন আরো জানান, কৌশলে তাকে অপহরণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। বিষয়টি তিনি আগে বুঝতে পারেননি। গতরাত বারটার দিকে এ সংবাদ লেখা পর্যন্ত পরিবারের কাছে মহাম্মদ আলীর বিষয়ে কিছুই জানাইনি অপহরণকারী। ঘটনার পর থেকেই মোহাম্মদ আলীর পরিবারের সদস্যদের মাঝে বিরাজ করছে অজানা নানা আশঙ্কা। তাকে ফিরে পাওয়ার আশায় আতঙ্কের মধ্যে সময় পার করছেন পরিবারের সদস্যরা।

এদিকে প্রতিবেশীরা খবর পাওয়ার পর সকালে তিওরবিলা পুলিশ ক্যাম্পে খবর দেয়। ক্যাম্প ইনচার্জ এএসআই বায়েজিদ হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মোহাম্মদ আলীর বাড়িতে আসেন। অপহৃতের পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জেনে তিনি সকালে কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করেন। তবে অপহরণের কারণ কিংবা অপহৃতের বিষয়ে কোনো কিছুই বের করতে পারেনি পুলিশ।

গতকাল সকালে পার্শ্ববর্তী রায়লক্ষ্মীপুর বাগনেপাড়া মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে নতুন সেলাইরেঞ্চ ও অপহৃতের ব্যবহৃত একটি গামছা উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

অপহরণের ঘটনায় স্থানীয় লোকজন ভিন্ন ভিন্ন মন্তব্য করে বলেছেন, গ্রামের একটি পাকা রাস্তা নির্মাণ হচ্ছে। সেখানে খোয়াভাঙার কাজ করছেন মোহাম্মদ আলী। ওই রাস্তা পাকাকরণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের কাছে কয়েক দিন আগে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। চাঁদা আদায়ের লক্ষ্যে মোহাম্মদ আলীকে অপহরণ করা হতে পারে বলে ধারণা করছেন এলাকার অনেকে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে পার্শ্ববর্তী গ্রামের একটি অপহরণচক্র সাথে জড়িত রয়েছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে। তবে ঘটনা যাই হোক মোহাম্মদ আলীকে উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন তিওরবিলা পুলিশ ক্যাম্প ইনচার্জ।  আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। অপহৃতকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতার করতে পুলিশ জোর তৎপর রয়েছে।

Leave a comment