জীনননগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এমপি টগর

 

দেশ উন্নযনের পথে এগিয়ে যাচ্ছে

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগর বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বিজয় আমরা অর্জন করেছি, তার সুফল দেশের সাধারণ মানুষের ঘরে পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দিন-রাত কাজ করে যাচ্ছে। মেহনতি কৃষক, শ্রমিকের উন্নতির কথা ভেবে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, রায়পুর ইউপি চেয়ারম্যান মো. তাহাজ্জত হোসেন, পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান মো. জাকারিয়া আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ্, জাহাঙ্গীর আলম, খায়রুল বাসার শিল্পু প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এমপি আলী আজগার টগর উপজেলার ৭৫০ জন কৃষকদের মাঝে প্রত্যেককে ৪০ কেজি করে সার, ৫ কেজি করে বীজ ও সেচ বাবদ ৩শ করে টাকা এবং ১২৫ জন কৃষককে ৪০ কেজি করে সার, ১০ কেজি করে বীজ ও সেচ ও আগাছা দমন বাবদ ৬শ করে টাকা প্রদান করেন।