মাথাভাঙ্গা মনিটর: চকোলেট বয় রণবীর কাপুরের নারীভক্তদের জন্য দুঃসংবাদই বটে। প্রিয়তমা ক্যাটরিনা কাইফের অনামিকায় বাগদানের আংটি পরানোর পরিকল্পনা করছেন রণবীর- ইদানীং এমন খবরই ভাসছে বলিউডের বাতাসে। আসছে ২৮ সেপ্টেম্বর রণবীরের ৩১তম জন্মদিন। ওই দিন প্রেমিকা ক্যাটরিনা কাইফের অনামিকায় বাগদানের আংটি পরানোর পরিকল্পনা করছেন রণবীর। জীবনের বিশেষ দিনটিতে হাঁটু গেড়ে ক্যাটকে আজীবনের সঙ্গী হওয়ার প্রস্তাব দিতে চান তিনি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, রণবীরের জন্মদিনে অনেক হৃদয় ভাঙার সম্ভাবনা রয়েছে। ওই দিন ক্যাটরিনাকে আনুষ্ঠানিকভাবে জীবনসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেয়ার পরিকল্পনা করছেন রণবীর কাপুর। স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে অবকাশ যাপনের সময় রণবীর-ক্যাটরিনার অন্তরঙ্গ ছবি ফাঁসের ঘটনার রেশ কাটতে না কাটতেই দিন কয়েক আগে ক্যাটকে নিয়ে শপিংয়ে গিয়েছিলেন রণবীর। বেশ কয়েকটি গয়নার দোকানে ঢুঁ মেরেছেন বহুল আলোচিত এ তারকা জুটি। দামি বেশ কিছু গয়না নেড়েচেড়েও দেখেছেন তারা। তবে শেষ পর্যন্ত ক্যাটকে বাগদানের হীরার আংটির পরিবর্তে চমত্কার এক জোড়া কানের দুল কিনে দিয়েছেন রণবীর। অবশ্য রণবীরের নারীভক্তদের সুখবর শুনিয়েছেন ক্যাটরিনার মুখপাত্র। রণবীর-ক্যাটরিনার বাগদানের খবরকে ভিত্তিহীন গুজব বলেই দাবি করেছেন তিনি।