মাথাভাঙ্গা মনিটর: আবারও চড় খেলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গতকাল মঙ্গলবার দিল্লিতে দলের নির্বাচনী প্রচারের রোড শো চলাকালে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তাকে ঠাটিয়ে চড় কষালেন। উত্তর-পশ্চিম দিল্লির সুলতানপুরিতে আম আদমি পার্টির হেভি ওয়েট প্রার্থী রাখী বিড়লার হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন কেজরিওয়াল। আর সেখানেই ঘটল বিপত্তি। চড় খেতে হল আপ প্রধানকে।
অসমর্থিত সূত্রের বরাত দিয়ে ঐ খবরে বলা হয়, কেজরিওয়ালের উপর হামলাকারী একজন অটো রিক্সা চালক। দিল্লিতে নির্বাচনে জিতে ক্ষমতা দখলের পর আপ যে যে প্রতিশ্রুতি দিয়েছিলো তা পালন না করার জন্যই ক্ষোভ জমেছিলো এ অটোরিক্সা চালকের মনে। অদ্ভুতভাবে দিল্লিতে অটোরিক্সা চালকরা আপের শক্তির অন্যতম প্রধান স্তম্ভ বলে মনে করা হয়। দিল্লি বিধানসভা নির্বাচনের সময় আম আদমি পার্টির হয়ে প্রচারে নেমে ছিলেন অটোরিক্সা চালকদের এক বড় অংশ। এ ঘটনার পরে আপ সমর্থকরা ওই অটোরিক্সা চালককে ঘিরে ফেলেন। তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এর আগে গত সপ্তাহে দক্ষিণ দিল্লিতে প্রচারের সময় একই ভাবে আক্রমণের শিকার হয়েছিলেন কেজরিওয়াল।