স্টাফ রিপোর্টার: পাঁচ হাজার টাকা ঘুষ নেয়ার মামলায় মিরপুর মডেল থানা পুলিশের এসআই রকিবুল হাসানকে দু বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোতাহার হোসেন এ রায় দেন। আসামিকে দু বছর কারাদণ্ড ছাড়াও অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও দু মাস কারাদণ্ডের নির্দেশ দেন তিনি। মামলা চলাকালীন আসামি আদালতে হাজির থাকলেও রায় ঘোষণার দিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একটি মামলায় আসামিকে ধরতে দণ্ডপ্রাপ্ত আসামি রকিবুল হাসান পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। ওই টাকা না দিলে আসামিদের গ্রেফতার না করা ও উল্টা বাদীকে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেন। ওই মামলার বাদী জনৈক ফেরদৌস আরা আসামি রকিবুলকে ২০ হাজার টাকাও দেন। কিন্তু বাকি টাকার জন্য চাপ দিলে বাদী বিষয়টি দুদককে জানান। তখন দুদকের পাতা ফাঁদে রকিবুল পাঁচ হাজার টাকা ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েন।