ঝিনাইদহ অফিস: অস্ত্রধারী সন্ত্রাসীদের লাগাতার হুমকি, মাঝে মধ্যেই ডাকাতির কারণে ঝিনাইদহের লক্ষীপুর গ্রামের তালতলা বালির গর্ত নামক পাড়াটির পরিবারগুলো আজ চরম আতঙ্কের মধ্যে বসবাস করছে। সর্বশেষ ডাকাতির ঘটনায় ছয়টি পরিবার তাদের ঘরবাড়ি ভেঙে পাশের গ্রাম গুলোতে অবস্থান নিতে শুরু করেছে।
এলাকাবাসী জানিয়েছে, ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের তালতলা বেলে মাঠপাড়ার সোরাপ আলী, আব্দুর রাজ্জাক, দিরাজ আলী, আলম মিয়া ইদ্রিজ আলী ও মকলেচ মিয়ার বাড়িতে ১৩ মার্চ দিনগত রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা হানা দিয়ে বাড়ির সকল পুরুষদেরকে বেঁধে রেখে নগদ অর্থও মালামাল নিয়ে যায়। ঘটনার পর থেকেই ওই পাড়ায় বসবাসকারীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে পাড়ার ছয়টি পরিবার ঘরবাড়ি ভেঙে পাশের গ্রাম গুলোতে অবস্থান নিতে শুরু করেছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।