আলমডাঙ্গার নতিডাঙ্গায় প্রবাসীর স্ত্রী দু সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ায় প্রবাসীর স্ত্রী দু সন্তানের জননী মুন্সিগঞ্জ বাজারের রেলস্টেশনে এসে বিষপানে আত্মহত্যা করেছেন। মৃত্যুর পরিবারের দাবি পেটে ব্যথা। গ্রামবাসী জানায়, শাশুড়ি-ননদের অত্যারের অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছে। রহস্যের জট খোলেনি।

জানা গেছে, গতকাল রোববার বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জ রেল বাজারের একটি মহিলাকে রেলস্টেশনের পিলারের পাশে স্থানীয়রা একটি মহিলাকে পড়ে থাকতে দেখে। মুখে বিষের গন্ধ। স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় ক্লিনিকে নেয়। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রথমে পরিচয় অজ্ঞাত থাকলেও জানা যায় ওই মহিলা আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গার গ্রামের মালয়েশিয়া প্রবাসী ওয়াদ আলীর স্ত্রী দু সন্তানের জননী দিলারা (৩৫)। তার পরিবারের লোকজন লাশ নতিডাঙ্গা গ্রামে নেয়। মৃত্যুর রহস্যের বণর্না দিতে গিয়ে গ্রামবাসী জানায়, আত্মহত্যাকারী দিলারার স্বামী দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাসী ওয়াদ আলী তার বোনের স্বামী ও স্ত্রীর ভাইয়ের নিকট থেকে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা নেয়। কিছু দিন আগে স্ত্রীর ভাইকে মালয়েশিয়া নিয়ে যায়। বোনের স্বামীকে বিদেশে আগে নিয়ে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে দিলারার ননদ মরিয়ম ও শাশুড়ি দিলারার ওপর মানসিক অত্যাচার চালায় বলে অভিযোগ উঠেছে। শাশুড়ি ও ননদীর অত্যাচরে অতিষ্ঠ গৃহবধূ গতকাল রোববার সকালে দু ছেলেমেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার নাম করে বের হন। মুন্সিগঞ্জ বাজারের অজ্ঞাত দোকান থেকে বিষ কিনে বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জ রেলস্টেশনে বিষপানে আত্মহত্যা করেন। দিলারার পরিবার জানায়, দিলারার পেটে ব্যথা ছিলো। পেটের ব্যথা সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন। এলাকাবাসীর দাবি, দিলারার আত্মহত্যার পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে। সঠিকভাবে পুলিশি তদন্ত করলেই বেরিয়ে আসবে আসল রহস্য। গতকাল সন্ধায় নতিডাঙ্গা গ্রামের সালিস বৈঠকে দিলারার দু সন্তানের নামে শাশুড়ির নামের এক বিঘা জমি লিখে দিয়ে দিলারার পিতা হারদীর দেলোয়ারের সাথে আপস হয়েছে বলে গ্রামবাসী জানায়। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল সোমবার লাশের সুরতহাল শেষে ময়নাতদন্ত হতে পারে।

 

Leave a comment