স্টাফ রিপোর্টার: নিজেদের ব্যবহারের জন্য দু’টি করে গাড়ি এবং গাড়ি চিহ্নিত করার জন্য বিশেষ ফ্ল্যাগ দিতে প্রধানমন্ত্রীর কাছে আজ জোরালো দাবি তুলতে পারেন সচিবরা। এ নিয়ে গত ৩১ মার্চের সভায় জোরশোরে আলোচিত হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আজকের সভায় কি কি বলা হবে, কে কি বলবেন- এ বিষয়টি ওই দিনই নির্ধারিত হয়েছে। এছাড়া, নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট এবং মন্ত্রণালয়ের কাজের গতি বাড়ানোর জন্য বিভিন্ন দাবির বিষয়টি চূড়ান্ত করেছেন। সচিবরা প্রধানমন্ত্রীকে জানাবেন, মন্ত্রণালয়ের প্রশাসনিক কাজে সচিবদের প্রায়ই ঢাকার বাইরে যেতে হয়। কিন্তু সচিবদের অনুকূলে বরাদ্দকৃত কার দিয়ে এসব সফরে যাওয়া যায় না। এক্ষেত্রে দপ্তর সংস্থা থেকে পাজেরো গাড়ি এনে চাহিদা মেটানো হয়। এছাড়া নানা কারণে সচিবদের কারের পাশাপাশি জিপ গাড়ি প্রয়োজন। এজন্য এখনই প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে টিওঅ্যান্ডডিতে সচিবের জন্য জিপ গাড়ির সংস্থান রাখা প্রয়োজন। সচিবদের পক্ষ থেকে বলা হবে, আমাদের সমপর্যায়ের অনেকে গাড়িতে পরিচিতি চিহ্নিত করতে বিশেষ ফ্ল্যাগ ব্যবহার করছেন। কিন্তু সচিবদের গাড়ি চেনার ক্ষেত্রে কোনো মার্কিং বা ফ্ল্যাগ নেই। এতে করে বিভিন্ন স্থানে সচিবদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তাই আমরা মনে করছি সচিবদের গাড়িতে বিশেষ মার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। এক্ষেত্রে সরকারের সচিব লেখা ও বিশেষ মনোগ্রাম সংবলিত ফ্ল্যাগ ব্যবহার করার সিদ্ধান্ত আনা জরুরি। ৩১ মার্চের সচিব সভায় এ নিয়ে আলোচনার সময় বলা হয়, প্রধানমন্ত্রীর কাছে যথাযথভাবে বিষয়গুলো উপস্থাপন করা গেলে এ বিষয়ে তিনি ওই দিনই ইতিবাচক সিদ্ধান্ত দিয়ে দিতে পারেন। কেননা প্রধানমন্ত্রী প্রশাসনকে গতিশীল করার ক্ষেত্রে খুবই আন্তরিক।