স্টাফ রিপোর্টার: জনসংখ্যা উন্নয়ন, প্রজনন স্বাস্থ্য, কিশোর-কিশোরীদের যত্ন ও পুষ্টি বিষয়ে স্কুলপর্যায়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে সদর উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার দাশের সঞ্চালনায় কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম ও ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আরা।
কর্মশালায় অষ্টম থেকে দশম শ্রেণির চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫০ জন ছাত্র ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ জন ছাত্রী অংশগ্রহণ করে। এদিকে একই স্থানে বেলা ১১টায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সদর উপজেলা ইউপি চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, ইমাম, কাজী ও ধর্মীয় নেতাদের সাথে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, পরিবার পরিকল্পনা বিভাগের মিডিয়া প্রোডাকশন ম্যানেজার মো. মনিরুজ্জামান ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম।